টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলপড়ুয়া দুই শিশুকে কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার প্রাথমিক বিদ্যালয়ের ওই দুই ছাত্রীর টাঙ্গাইল সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষ হয়।
ভূঞাপুর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, রোববার সকালে ঘটনার শিকার এক শিশুর বাবা মামলা দায়ের করলে এদিন বিকেলেই গ্রেপ্তার করা হয় দুজনকে।
এরা হলেন- ওই গ্রামের সোনা মিয়ার ছেলে এক সন্তানের জনক ভ্যানচালক মাসুদ (২৫) এবং ওয়াহেদ আলীর ছেলে মোবারক (১৮)।
আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
মামলার বরাত দিয়ে ওসি জানান, গত ২৬ অগাস্ট স্কুল শেষে বাড়ি ফেরার পথে মাসুদ দুই শিশুকে তার বাড়িতে নিয়ে যায়। কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাদের অচেতন করে এবং মাসুদ ও তার সহযোগী মোবারক তাদের ধর্ষণ করে।
জ্ঞান ফিরে এলে এসব ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়।
শিশু দুটি অসুস্থ হয়ে পড়লে ২৮ অগাস্ট তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ২৯ অগাস্ট তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দুই শিশুর মধ্যে একজন কিছুটা সুস্থ হওয়ায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে অন্যজন এখনও চিকিৎসাধীন বলে জানান ওসি।
সালিশের নামে স্থানীয় ইউপি সদস্য আসাদুর মাসুদ লিটন ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।






