মন্ত্রীসভার আজকের বৈঠকে ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন ২০১৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের বলেন, এ সংশোধনের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবে না।
তিনি জানান, কমিশনের বেঁধে দেয়া সময়সীমার পর আর কোনো নতুন ভোটার অন্তর্ভুক্ত না করার বিধান রেখে সংশোধন হচ্ছে ভোটার তালিকা আইন। জাতীয় নির্বাচন সংক্রান্ত সংশোধিত প্রস্তাবগুলো দ্রুত আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদনের পরই সংসদের অধিবেশনে তোলা হবে।
এছাড়া ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইন-২০১৩, পল্লী বিদ্যুৎ বোর্ড আইন-২০১৩, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১৩, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩ এবং ৯ জুন বিশ্ব এক্রেডিটেশন দিবস হিসেবে পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে।