নাটোরের সিংড়ায় বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশে মানুষের ঢল নামে। এসময় নেতাকর্মীরা তত্ত্ববধায়ক সরকার পূর্ণঃপ্রতিষ্ঠা ও বিএনপি নেতা দুলুর মুক্তির দাবিতে রাজপথে থেকে আন্দোলনের দীপ্ত শপথ নেন।
রোববার সকালে সিংড়া শহর বিএনপির আয়োজনে র্যালী শেষে কোর্ট মাঠে সমাবেশে শহর বিএনপির সভাপতি ও দুলু মুক্তি পরিষদ সিংড়া উপজেলা শাখার আহবায়ক মেয়র শামিম আল রাজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, দপ্তর সম্পাদক আদেশ আলী, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক আতিকুর রহমান লিটন, থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, থানা যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক আবু সাইদ পলাশ, থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাধু, শহর ছাত্রদলের সভাপতি আতাউল গনী পলাশ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমূখ।