একজন ‘আদর্শ পুরুষকে’ জীবন-সঙ্গী হিসেবে পেতে চান বলিউড অভিনেত্রী পরিণিতি চোপড়া। শনিবার নিজের ছবি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
সঙ্কোচহীন ভাবেই পরিণিতি বলেন, ‘যে পুরুষ সব সময় আমার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, তাকেই আমার জীবন-সঙ্গী হিসেবে চাই। এক কথায় সে হবে একজন আদর্শ পুরুষ। যারা ভালোবাসার নামে নোংরামি করে, সেসব প্রতারকদের মুখে থু-থু দেওয়া উচিত। আমি তাদের মনে-প্রাণে ঘৃণা করি।’
তিনি আরো বলেন, ‘আপনার পিতা-মাতাকে আপনি কেন ভালোবাসেন? কারণ- আপনি জানেন তাদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক আছে। আর সেই সম্পর্কটাকেই মূলত আপনি সম্মান করেন।’