নিরাপত্তা শঙ্কায় আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি আয়োজন করতে পারছে না হায়দ্রাবাদ। বাছাইপর্বসহ গ্রুপের ১২টি ম্যাচ ভাগাভাগি করে হবে মোহালি, রাঁচি ও আহমেদাবাদে। হায়দ্রাবাদে নির্ধারিত ম্যাচগুলো মধ্যে আটটি আয়োজন করবে মোহালি। বাকি চারটির মধ্যে দুটি করে হবে রাঁচি ও আহমেদাবাদে। ধর্মীয় উৎসব থাকায় ওই সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে অক্ষমতা প্রকাশ করে অন্ধ্র প্রদেশ পুলিশ। অবশ্য হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন শুধুমাত্র বাছাইপর্ব নিয়ে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেও গ্রুপ পর্যায় নিয়ে আশাবাদ জানিয়েছিল। কিন্তু হায়দ্রাবাদ পুলিশের গড়িমসি দেখে সবগুলো ম্যাচই সরিয়ে নেওয়া হলো। ম্যাচ আয়োজনে হায়দ্রাবাদের গুটিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০১০ সালে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় ডেকান চার্জার্সের আইপিএল হোম ম্যাচগুলো সরিয়ে নাগপুর, কটক ও মুম্বাইয়ে নেওয়া হয়।