মন্ত্রিসভায় উঠছে সংশোধিত নির্বাচনী আচরণবিধি

0
349
Print Friendly, PDF & Email

চুড়ান্ত অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় তোলা হচ্ছে সংশোধিত নির্বাচনী আচরনবিধি ও ভোটার তালিকা আইন। বেশ কয়েকটি নতুন প্রস্তাবের পাশাপাশি, এতে থাকছে আইন লঙ্ঘনকারীদের সর্বোচ্চ সাজা বাড়ানোর প্রস্তাব।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের পাশাপাশি নির্বাচনী আচরনবিধি সংশোধনের জন্য বেশ কিছু সুপারিশ করায়, বিপাকে নির্বাচন কমিশন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংশোধনীগুলো এখনকার নয়; সাবেক নির্বাচন কমিশনারদের করা। একই কথা জানিয়ে, প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনকে বিব্রত ও বির্তকিত করতেই সাবেক নির্বাচন কমিশনারা সংশোধনীগুলোর সমালোচনা করছেন।

তিনি আরো জানান, কমিশনের বেধে দেয়া সময়সীমার পর আর কোন নতুন ভোটার অর্ন্তভূক্ত না করার বিধান রেখে সংশোধন হচ্ছে ভোটার তালিকা আইন। জাতীয় নির্বাচন সংক্রান্ত সংশোধিত প্রস্তাবগুলো দ্রুত আইনে রুপ দিতে, মন্ত্রিসভায় অনুমোদনের পরই সংসদের অধিবেশনে তোলা হবে। তবে বিএনপি’র অভিযোগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতেই তড়িঘড়ি করে আইনে সংশোধনী আনছে নির্বাচন কমিশন।

ব্যরিষ্টার মত্তদুদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষপটে নির্বাচনী আচরনবিধিতে আনা সংশোধনীগুলো গ্রহণযোগ্য নয়।

শেয়ার করুন