তত্ত্বাবধয়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না : বদরুদ্দোজা চৌধুরী

0
192
Print Friendly, PDF & Email

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তত্ত্বাবধয়ক সরকার ছাড়া কোন নির্বাচনে অংশ নিবে না বিকল্পধারা।

আজ শুক্রবার লোকভবন মিলনায়তনে বিকল্পধারা বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের বাইরে কোন নির্বাচন হবে না। আমরাও বলি সংবিধানের অধীনেই নির্বাচন হবে। তবে সংবিধান সংশোধন করে সেই সংশোধিত সংবিধানের অধীনেই নির্বাচন হবে। দেশে কোন অসাংবিধানিক সরকার ক্ষমতা গ্রহন করলে পরবর্তিতে যে কোন পরিস্থিতির জন্য বর্তমান সরকারকেই তার দায়-দায়িত্ব গ্রহন করতে হবে।

বিকল্পধারা দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম’র সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নূরুল আমিন ব্যাপারী।

শেয়ার করুন