পঞ্চদশ সংশোধনী বাতিল করবে বিএনপি: মওদুদ

0
404
Print Friendly, PDF & Email

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন,  বিএনপি  ক্ষমতায় গেলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করবে।
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সাংবিধানিক সঙ্কটে আগামী নির্বাচন চরম সংঘাতের দিকে, চলতি অধিবেশনে সঙ্কট নিরসনসহ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
 
মওদুদ বলেন, শুধু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে না বিএনপি। সংবিধানে যে ৫১টি সংশোধনী আনা হয়েছে সেটার জন্যও আন্দোলন করছে।
 
বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান টুকরো টুকরো করেছে।বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে। আওয়ামী লীগড় সংবিধানের পবিত্রতা নষ্ট করে ফেলেছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট মনোভাব নিয়ে সংবিধান সংশোধন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন