রাজধানীর পশ্চিম রামপুরায় দিনের বেলায় ঘরে ঢুকে পুলিশের সাবেক এএসপি ফজলুল করিমকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এলোপাথাড়ি গুলিতে আহত সাবেক এই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের স্বজন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে তিন যুবক বাসার তৃতীয় তলায় ঢুকে ফজলুল করিমকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহতের মেয়ে ফারজানা করিম বাধনের অভিযোগ, চাচাতো ভাইদের সাথে জমি জমা নিয়ে তাদের বিরোধ রয়েছে। এর জের ধরেই ভাড়াটে খুনিদের দিয়ে হত্যাকান্ডটি ঘটানো হতে পারে।