সরকার বিরোধী আন্দোলনে শিক্ষকদের সহায়তা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।আন্দোলনে শিক্ষকদের সহায়তা চাইলেন খালেদা
খালেদা জিয়া। ফাইল ছবি
শনিবার রাতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ সহায়তা চান।
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৯ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় খালেদা জিয়া শিক্ষকসমাজকে সরকারের ‘জাতীয় স্বার্থ বিরোধী’ পদক্ষেপের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা পালনের আহ্বান জানান।
শিক্ষকদের ‘দেশ ও গণতন্ত্র রক্ষা’র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও তাগিদ দেন তিনি।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন জোরদার করতে বিভিন্ন মহলের সমর্থন আদায়ের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটিএবি)’র সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার ও সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার টপির নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুইশতাধিক শিক্ষক এ মতবিনিময়ে অংশ নেন।
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির চলমান আন্দোলন নিয়ে শিক্ষক নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি জানতে চান খালেদা জিয়া। আন্দোলন জোরদার করতে শিক্ষক নেতাদের সক্রিয় সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শও চান তিনি।