যারা জঙ্গিবাদের নামে নাটক সৃষ্টি করছে তারা দেশের শত্রু : মির্জা আব্বাস

0
164
Print Friendly, PDF & Email

 বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, যারা জঙ্গিবাদের নামে নাটক সৃষ্টি করছে তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ দুপুরে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করার স্বপ্ন দেখছেন। উনি নাকি এক চুল নড়বেন না, তবে খালেদা জিয়া ডাক দিলে ওনার সব চুল নড়ে যাবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল বের করলেই গুলি চালান, গ্রেফতার করে নিয়ে যান। মনে রাখবেন এই সরকারই শেষ সরকার নয়, আমরাও আপনাদের কৃতকর্মের তালিকা নোট করে রাখছি। অতএব জনগণের সেবক হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন।’

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেগম সেলিমা রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার এমপি। বিশেষ বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাধাণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

শেয়ার করুন