কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পুমাল্য অর্পণ

0
239
Print Friendly, PDF & Email

কবি শামসুর রাহমানের ৭ম মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শনিবার সকালে বনানী কবরস্থানে কবির কবরে পুমাল্য অর্পণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা বীর মুক্তিযোদ্ধা এ টি এম শামসুজ্জামান, সহ-সভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, সোনারগাঁও চারুকারু ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, এম এ করিম, জোটনেত্রী অভিনেত্রী পারুল আক্তার লোপা, সোনিয়া পারভীন শাপলা, বন্যা দত্তসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তারানা হালিম এমপি’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এতে বক্তব্য রাখেন এ টি এম শামসুজ্জামান, মোবারক আলী শিকদার, ড. ইনামূল হক, খায়রুল আলম সবুজ, অরুন সরকার রানা, লিয়াকত আলী লাকি, কবি হালিম আজাদ, কবি রবীন্দ্র গোপ, শেখ জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মজনু, মানবাধিকার কর্মী রুহুন্নেছা রুনা, নাসিমা আক্তার লাবু, সাদিয়া শারমিন টুকু, বন্যা দত্তসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, কবির স্বপ্ন সেদিন বাস্তবায়িত হবে- যেদিন এদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারবো। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনে সকল যুদ্ধাপরাধীর উপযুক্ত সাজা নিশ্চিত করার মাধ্যমে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে তারা আহবান জানান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

শেয়ার করুন