কবর দেয়ার কিছুদিন পরও জীবিত!

0
182
Print Friendly, PDF & Email

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক নারী মৃত্যুবরণ করার পর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তাকে কবরও দেয়া হয়। এ ঘটনার কিছুদিন পর ৫০ বছর বয়সী শ্যারোলিন জ্যাকসন হঠাৎ আবির্ভূত হলেন একটি মানসিক পুনর্বাসন কেন্দ্র থেকে। গত শুক্রবার তাকে সেখানে পাওয়া যায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর আগে গত ২০শে জুলাই ফিলাডেলফিয়ার একটি সড়ক থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই নারীকে শ্যারোলিন হিসেবে শনাক্ত করা হয়। ফিলাডেলফিয়া স্বাস্থ্য অধিদপ্তর বলছে,  শ্যারোলিনের পুত্র মৃতদেহের ছবি দেখে সেটি তার মায়ের বলে শনাক্ত করেছিলেন। পুত্র পেশায় সমাজকর্মী। গত ৩রা আগস্ট শ্যারোলিনের শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে ভুল করে যে মৃতদেহটি কবর দেয়া হয়েছে, সেটি উত্তোলন করা হবে। পরীক্ষা-নিরীক্ষার পর লাশের প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা করবে স্থানীয় কর্তৃপক্ষ। প্রয়োজনে লাশের ডিএনএ টেস্টও করা হতে পারে। ভাগ্য ভাল হলে, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

শেয়ার করুন