বাবা-মা হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ঐশী রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ শনিবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদতের আদালতে খাস কামরায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
ঐশীর পক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন, ‘চাপ’ দিয়ে ও ‘প্রলোভন’ দেখিয়ে এই কিশোরীর কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।
মাহাবুব হাসান রানাসহ ঐশীর আইনজীবীরা কয়েকটি আবেদনও আদালতে দিয়েছেন। তারা ঐশী বিষয়ক শুনানি কিশোর আদালতে নেয়ার আবেদন জানিয়েছেন।
নিহত পুলিশ কর্মকর্তার মেয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ দাবি করে তার চিকিৎসার ব্যবস্থা করা এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যেতে আসামি পক্ষের আইনজীবীদের অনুমতি দিতেও আদালতের নির্দেশনা চেয়েছেন তারা।
ঐশীর পক্ষে জামিনের আবেদনও জানিয়েছেন তার বাবার দিকের আত্মীয়দের নিয়োগ করা এই আইনজীবীরা।
এই আবেদনগুলোর শুনানি আগামীকাল রোববার ঢাকার হাকিম আদালতে হবে।