অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির সমাধান খোঁজতে শিক্ষকরা শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সরকারি বাস ভবনে অবস্থান নিয়েছেন। এ বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসছেন বলে জানান শিক্ষকরা।
আজ শনিবার বিকাল পৌনে ৫টার দিকে শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর বাস ভবনে যান। এসময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। এর ১৫ মিনিটের মধ্যে মন্ত্রী তার বাসায় প্রবেশ করেন।
এ প্রতিনিধি দলেরে রয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিনও রয়েছেন।
এছাড়াও রয়েছেন- অধ্যাপক আবুল কাশেম মজুমদার, অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক লুৎফর রহমান, মোস্তফা নাজমুল আহসান, অধ্যাপক ফরিদ আহমদ, আবদুল্লাহেল কাফি, খালেদ কুদ্দুস।
গত চার দিন ধরে অধ্যাপক আনোয়ারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষক ফোরাম