যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।’ধর্ম ব্যবসায়ীদের’ প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ফাইল ছবি
তিনি বলেন, “হেফাজত কিংবা এই জাতীয় প্রতিষ্ঠান যারা ধর্মের মোড়কে ব্যবসা করছে, মানুষকে বিভ্রান্ত করছে তাদেরকে প্রতিহত করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য সকল মানুষের সহযোগিতার ভিত্তিতে আমরা কাজ করবো।”
শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
জঙ্গিবাদ দৃঢ়তার সাথে দমন করার জন্য এই সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
এর আগে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে ভাতার চেক, সেলাই মেশিন ও ৪৫ ব্যক্তিকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন।
মন্ত্রী জানান, সরকার আগামী কয়েক মাসের মধ্যে বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীতে জনবল নিয়োগ করবে। এসব পদে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।