কক্সবাজারে ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৪

0
146
Print Friendly, PDF & Email

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ৪৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ও পুলিশ।কক্সবাজারে ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৪
 
এ সময় ৪ জনকে আটক করা হয়।
 
শনিবার উখিয়া ও টেকনাফে এ অভিযান চালানো হয়।
 
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় অভিযান চালিয়ে শনিবার ভোরে ২৭ হাজার ৫৫০টি ইয়াবাসহ ৩ জনকে আটক করে র‌্যাব।
 
তারা হলো টেকনাফের লেদা এলাকার মুহিবুল্লাহ, সালেহ আহমদ ও বোরহান উদ্দিন।
 
এ ঘটনায় মামলা করে আটক ৩ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
 
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ একটি গাড়িকে ধাওয়া করে। এ সময় গাড়িটি কেরুনতলী ব্রিজে এসে উল্টে যায়। এতে চালক আহত হয়। আহত চালক নুরুল হককে ১৬ হাজার ইয়াবাসহ আটক করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
 
এর আগে শুক্রবার কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সুপারিবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ ৪ জনকে আটক করে বিজিবি।

শেয়ার করুন