২ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

0
185
Print Friendly, PDF & Email

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
 
তারা হলেন- সাপাহার উপজেলার কৃষ্ণশুধা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিয়াফুর রহমান ও তেলডঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে ফারুক হোসেন।
 
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে জিয়াফুর ও ফারুক সীমান্তের ২৩৫ নম্বর পিলারের কাছে একটি হাওড়ে মাছ ধরছিলেন। এ সময় ভারতের পান্নাপুর সীমান্তের ৩১ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
 
৪৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সামসুল হক জানান, খবর পেয়ে ভারতের পান্নাপুর বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

শেয়ার করুন