নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
তারা হলেন- সাপাহার উপজেলার কৃষ্ণশুধা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিয়াফুর রহমান ও তেলডঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে ফারুক হোসেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে জিয়াফুর ও ফারুক সীমান্তের ২৩৫ নম্বর পিলারের কাছে একটি হাওড়ে মাছ ধরছিলেন। এ সময় ভারতের পান্নাপুর সীমান্তের ৩১ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
৪৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সামসুল হক জানান, খবর পেয়ে ভারতের পান্নাপুর বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।