উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উন্নয়ন ধরে রাখতে আ. লীগকে ভোট দিন: হাসিনা
আড়াইহাজারের শহীদ মঞ্জু স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা।
শনিবার বিকেলে নারায়াণগঞ্জের আড়াইহাজারে এক জনসভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বাকি উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য নৌকা মার্কায় ভোট চাই।”
গত নির্বাচনের আগে দেয়া ওয়াদা পূরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে ভোট চাই। ভোট দেবেন কি-না হাত তুলে ওয়াদা করুন।”
ডিজিটাল বাংলাদেশ গড়তে ক্ষমতাসীন মহাজোট সরকারের ‘অর্জনের’ কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
খালেদা জিয়ার ‘ভিন্ন ধারার’ রাজনীতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের সমর্থন দেন বিরোধী দলীয় নেত্রী। যারা মসজিদে আগুন দেয়, কোরআন পোড়ায় তাদের তিনি সমর্থন দেন। এটাই কী উনার ভিন্ন ধারার রাজনীতি?”
প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, “উনি কি নতুন ধারার নামে আবার হাওয়া ভবন খুলবেন, আবার তিনি সন্ত্রাস দুর্নীতি করবেন?”
শেখ হাসিনা বলেন, “তিনি (খালেদা জিয়া) আবার ৫০০ জায়গায় বোমা হামলা করে বোমার আওয়াজ শোনাতে চান। তার নামে এতিমদের অর্থ আত্মসাতের মামলা আছে। তিনি এ মামলায় হাজিরা দেন না। কারণ তিনি জানেন, হাজিরা দিলে বিপদ আছে।”
খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য ‘উন্মাদ’ হয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তাদের প্রতি তার এত দরদ কেন? তাদের রক্ষার জন্য তিনি এত মানুষ হত্যা করেছেন!”
যুদ্ধাপরাধীদের বিচার কেউ ঠেকাতে পারবে না বলেও জানান তিনি।









