টি-২০ তে আজ মুখোমুখি জিম্বাবুয়ে-পাকিস্তানপ্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে স্বাগতিক জিম্বাবুয়ে এবং পাকিস্তান।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। দু’দলের টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু হচ্ছে।
সাম্প্রতিক সমস্যাকে ভুলে গিয়ে আবারো ক্রিকেটে মনোযোগী হতে চায় জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করাই দলের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করে অধিনায়ক ব্রেন্ডন টেলর বলেছেন, বোর্ডের সঙ্গে কিছু সমস্যা ঘটেছিল আমাদের। ঐসব ঘটনা এখন স্মৃতি। আমরা এখন সামনের দিকে তাকাতে চাই। আমাদের লক্ষ্য ক্রিকেটে মনোযোগী হওয়া। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করাই প্রধান লক্ষ্য দলের খেলোয়াড়দের।
আর পাকিস্তানের লক্ষ্য ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখা।
উল্লেখ্য, দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুটি টুয়েন্টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।