প্রকৃতির সৃষ্ট মেহেদী গাছের পাতা বেটে, হাত রাঙ্গানোর ইতিহাস কবে থেকে শুরু হয়েছে জানা নেই। মেহেদী (মেন্দি) পাতার গাছ, পল্লী গ্রামের বন-জঙ্গল ও অধিকাংশ বাড়ির আনাচে-কানাচে বিদ্যমান। প্রবীণ মহিলারা প্রতিবছর ২৭শে রমজান বা পবিত্র শবেকদর রাতে মেহেদী পাতা সংগ্রহ করে শীলপাটায় বেঁটে হাত ও আঙ্গুলের মাথায় পলেপ দিয়ে রাঙিয়ে পবিত্র শবেকদর পালন করে। বিষয়টি রেওয়াজ কিনা জানা নেই। তবে মেহেদীকে ধর্মীয়ভাবে পবিত্র মনে করা হয়। বিয়ের উৎসবে মেহেদী অপরিহার্য।
সম্প্রতি রাসায়ণিক পদ্ধতিতে তৈরি মেহেদী সারাদেশ ছেয়ে গেছে। কৃত্রিম কসমেটিকস পণ্য-দ্রব্যের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি থাকে। রঙ ফর্সাকারী ক্রিম ত্বকের ক্ষতি করে বলে ইতিপূর্বে বিতর্ক হয়েছে। বর্তমানে বাজারে প্রচলিত টিউবে রক্ষিত বিভিন্ন রাসায়ণিক দ্রব্য সিনথেটিক ও তিনার মিশ্রিত মেহেদী মেয়েদের হাতের পাতা, আঙ্গুল, পুরো হাতা কণুই কাঁধ, পিঠের উর্ধ্বংশসহ শরীরের বিভিন্ন অংশে মেয়েরা যেভাবে ব্যবহার করছে তাতে ত্বকের ক্ষতি হবে কিনা ভেবে দেখা একান্ত অপরিহার্য।
মুর্শেদ উদ্দিন বাদশা মিয়া
সরারচর, বাজিতপুর
কিশোরগঞ্জ।