নওয়াজের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তালেবান

0
139
Print Friendly, PDF & Email

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শান্তি আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন দেশটির পাঞ্জাব প্রদেশের তালেবান কমান্ডার আসমতউল্লাহ মুয়াউয়া। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) এই নেতা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবার শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন।’ উল্লেখ্য গত সপ্তাহের শেষদিকে নওয়াজ শরিফ জাতির উদ্দেশ্যে দেওয়া তার প্রথম টেলিভিশন ভাষণে তালেবান জঙ্গিদের আলোচনায় বসার আহ্বান জানান। খবর ডন অনলাইনের।

বিবৃতিতে মুয়াউয়া বলেন, ‘সরকার যদি সংঘাত নিরসনে সত্যিই আন্তরিক হন তাহলে পাকিস্তানের জঙ্গিদের উচিত সরকারের এ আহ্বানে সাড়া দেওয়া।’

মুয়াউয়াকে পাঞ্জাব প্রদেশ তালেবানের এক অংশের প্রধান হিসেবে মনে করা হয়। তবে তার এই বিবৃতির সঙ্গে তালেবান সকল নেতৃত্ব একমত কিনা তা স্পষ্ট নয়।

এর আগেও পাকিস্তান সরকার তালেবানদের আলোচনায় বসার আহ্বান জানায়। গত মে মাসে সরকারের সঙ্গে তাদের আলোচনায় বসার কথা থাকলেও ড্রোন হামলায় টিটিপির উপপ্রধান ওয়ালিউর রহমান নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সে আলোচনা ভেস্তে যায়।

শেয়ার করুন