সংবিধানের বাইরে কিছুই করবে না সরকার: প্রধানমন্ত্রী

0
110
Print Friendly, PDF & Email

সংবিধান অনুযায়ীই দেশ পরিচালিত হবে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সরকার গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী এবং সংবিধানের বাইরে কিছুই করবে না।’

বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নবনির্বাচিত কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত্ করতে এলে তিনি একথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা বাসস এ কথা জানায়।

গত সাড়ে চার বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর আমরা দেশের উন্নয়নে আমাদের সকল শক্তি নিয়োগ করেছি। কেননা জনগণ আমাদের এজন্যই ভোট দিয়েছে।’

এ সরকারের অধীনে অনুষ্ঠিত স্থানীয় সরকার ও জাতীয় সংসদের উপনির্বাচনসহ সবকটি নির্বাচনই অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিদ্যুত্ খাতের অর্জন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার ক্ষমতায় এসে বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুত্ পরিস্থিতির উন্নয়নে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। এর ফলশ্রুতিতে দেশে বর্তমানে দৈনিক ৬,৬৭৫ মেগাওয়াটের বেশি বিদ্যুত্ উত্পন্ন হয়।’

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এসময় অন্যান্যের মধ্যে এম এ লতিফ এমপি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন