গণতন্ত্রকে গলাটিপে হত্যার চেষ্টা করছে সরকার: ফখরুল

0
144
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্রান্তিকালে গণতন্ত্রকে গলাটিপে হত্যার চেষ্টা করছে সরকার। তিনি বলেছেন, এর অংশ হিসেবে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে সরকার। কিন্তু জনগণ সে নির্বাচন মেনে নেবে না।
বৃহষ্পতিবার সকালে বিএনপি’র রাজনৈতিক কর্মশালা-৭ এর উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণের উদ্যোগে যুবদলের রাজনৈতিক কর্মশালা শুরু হয়।
মির্জা ফখরুল বলেন, ১/১১ বিপর্যয়ের পর বিএনপি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি চেয়ারপারসন তাই এ প্রশিক্ষণ চালু করার নির্দেশ দিয়েছেন।
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহীন। কর্মশালা পরিচালনা করেন কবীর মুরাদ।

শেয়ার করুন