আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার প্রশ্নই ওঠে না।
শুক্রবার পারিবারিক সফরে এসে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইন প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল যে আন্দোলন করছে তা তাদের নেতাকর্মীদের উজ্জ্বীবিত রাখার জন্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা (বিরোধী দল) নির্বাচনে অংশ নেবে এটা আমরা নিশ্চিত। তিনি বলেন, বিরোধী দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।
এ সময় কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদ, কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুইয়া, কুমিল্লা আদালতে পিপি মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।