রাজশাহীতে ডাকাতির সময় আটক ৩

0
131
Print Friendly, PDF & Email

ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির সময় তিনজনকে ধরে পুলিশে দিয়েছেন যাত্রীরা।
মতিহার থানা ওসি আব্দুস সোবহান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বিনোদপুর থেকে ওই তিনজনেক আটক করে মতিহার থানায় নেওয়া হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে দেশ ট্রাভেলসের একটি বাসে যাত্রীবেশে আসা ছয়/সাতজন নাটোরে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করে। যাত্রীদের প্রতিরোধের কয়েকজন বাস থেকে নেমে পালিয়ে গেলেও তিন ডাকাত আটক হয়। পরে বাসটি রাজশাহীতে নিয়ে এলে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন যাত্রীরা।

আটককৃতরা হলেন- বাগেরহাটের নাজেরহাট গ্রামের খোকন হাওলাদার (৩২), কুষ্টিয়ার কুইকাল গ্রামের মিজানুর রহমান (৩২) ও সিরাগঞ্জের রঘুনাথপুর গ্রামের মিজানুর রশিদ মিনু (২৫)।

শেয়ার করুন