গুগলে ক্লদ দুব্যাসিকে নিয়ে রোমান্টিক ডুডল

0
201
Print Friendly, PDF & Email

অনুসন্ধান সেবাদাতা গুগলের হোমপেজে আজ একটি বিশেষ রোমান্টিক ডুডল শোভা পাচ্ছে। এ ডুডলটি বিখ্যাত ফরাসি কম্পোজার ক্লদে দুব্যাসির জন্মদিন উপলক্ষে তৈরি করেছে গুগল।
গুগলের ডুডলে ফুটে উঠেছে নদীর পাড়ে পূর্ণিমার রাতের দৃশ্য। শহরের আলো, গাড়ি, স্টিমার ও নৌকা বেয়ে চলার দৃশ্য। নদীর মাঝে রোমান্টিক এক জুটির নৌকা বেয়ে এক সঙ্গে দেখা করা এবং হঠাত্ বৃষ্টিতে এক ছাতার নীচে দুজনের রোমান্টিক  দৃশ্য ক্লদ দুব্যাসির জন্মদিন স্মরণে তৈরি করেছে গুগল।
বিশেষ ইম্প্রেশনিস্ট ধারার সঙ্গীতজ্ঞ ক্লদে দুব্যাসি ১৮৬২ সালের ২২ আগস্ট ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। সাত বছর বয়স থেকেই পিয়ানো বাজাতে শুরু করেন তিনি। ১০ বছর বয়সে প্যারিস কনজারভেটরি নামের নাচ ও সংগীতের কলেজে ভর্তি হন দুব্যাসি। তিনি ছিলেন তর্কপ্রিয় ও নিরীক্ষাধর্মী। সংগীতের অনন্য প্রতিভার জন্য তিনি সমাদৃত হয়েছিলেন। তাঁর সঙ্গীতে রোমান্টিক প্রবাহ থাকায় তাঁকে ইউরোপে নতুন সুরের স্রষ্টা হিসেবে বিবেচনা করেন সংগীতবোদ্ধারা। ১৯১৮ সালের ২৫ মার্চ ফ্রান্সে মারা যান তিনি।

শেয়ার করুন