বরিশালে ১৮ দলের জনসভা এক দিন পেছাল

0
140
Print Friendly, PDF & Email

বরিশালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের জনসভা এক দিন পেছানো হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন তা ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গত সোমবার সংবাদ সম্মেলন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটটি জনসভার তারিখ ঘোষণা করেছিলেন। সে সময় বরিশালে ২৮ সেপ্টেম্বর জনসভা করার কথা জানানো হয়েছিল।

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আটটি জনসভা করবে ১৮ দল। এসব জনসভায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আগামী ৮ সেপ্টেম্বর নরসিংদীতে, ১৫ সেপ্টেম্বর রাজশাহীতে, ১৬ সেপ্টেম্বর রংপুরে, ২২ সেপ্টেম্বর খুলনায়, ২৯ সেপ্টেম্বর বরিশালে, ৫ অক্টোবর সিলেটে এবং ঈদুল আজহার পর চট্টগ্রাম ও ঢাকায় জনসভা করবে ১৮-দলীয় জোট।

শেয়ার করুন