উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার দায়ে ৩৫ বছরের কারাদণ্ড হয়েছে দেশটির সামরিক বাহিনীর গোয়েন্দা কর্মী ব্রাডলি ম্যানিংয়ের।
বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন- বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মার্কিন কূটনীতিকদের পাঠানো গোপন তারাবার্তা সাম্প্রতিক কয়েক বছরে ফাঁস করে দিয়ে মার্কিন প্রশাসনকে ‘বিপাকে’ ফেলে দেয় উইকিলিকস।
২৫ বছর বয়সী ম্যানিং মার্কিন গোপন তথ্য উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সরবরাহের কথা আদালতে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে গত জুলাই মাসে গুপ্তচরবৃত্তিসহ ২০টি অভিযোগ প্রমাণিত হয়।
বিবিসি জানিয়েছে, সরকারপক্ষ তার ৬০ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছিল। মেরিল্যান্ডের সামরিক আদালত তাকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে সাড়ে তিন বছরের সাজা তার ভোগ করা হয়েছে বলে বিবেচিত হবে।
ম্যানিং ইরাকে কর্মরত অবস্থায় ২০১০ সালে গ্রেপ্তার হন।
উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার মাধ্যেম আঘাত দেওয়ার জন্য গত সপ্তাহে ‘দুঃখ প্রকাশ’ করেন তিনি। ম্যানিং বলেন, মঙ্গলের জন্য বিশ্বের পরিবর্তন আনার লক্ষ্যে বিদ্যমান কাঠামোর মধ্যেই তার কাজ করা উচিৎ ছিল।









