ক্যান্সারে আক্রান্ত কামালউদ্দিন হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯০বছর।
তার ছেলে অধ্যাপক ড. ইজাজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তার বাবার মরদেহ গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়।
জোহর নামাজের পর সুপ্রিম কোর্টে এবং গুলশানের আজাদ মসজিদে দুটি জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৭৭ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন কামালউদ্দিন হোসেন। এইচ এম এরশাদ ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠানো হয়।
১৯৭৪ সালে আইন কমিশন গঠিত হওয়ার পর এর প্রথম চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন বিচারপতি কামালউদ্দিন হোসেন।