প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িত ব্যক্তিদের বিচার না করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন।
তিনি বিএনপি জামায়াত ও হেফাজত থেকে সজাগ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার জঙ্গীবাদ সন্ত্রাসবাদ দূর করতে সর্বোচ্চ চেষ্টা করেছে।
নৃশংস ওই হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তিনি আর্থিক সহায়তা দেন। এসময় তিনি বলেন, ওইদিন যারা নিহত হয়েছেন তাদেরকে কোনোদিনই ফিরিয়ে দেয়া সম্ভব হবে না কিন্তু তাদের পরিবারকে সহায়তা করার মধ্য দিয়ে এ থেকে কিছুটা মুক্তি পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
২১ আগস্টের ওই গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত এবং বহু আহত হন।