অধ্যাপক শামিম আল রাজি জাতিসংঘের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সিংড়া পৌরসভা সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার মেয়র ও ম্যাব এর মহাসচিব শামিম আল রাজিকে জাতিসংঘের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা কমিটি UNACLA (United Nations Advisory Committee on Local Authorities) এর সদস্য নির্বাচিত করা হয়েছে। জাতিসংঘের নির্বাহী পরিচালক (UN-Under Secretary General and Executive Director of UN-HABITAT) জন ক্লজ শামিম আল রাজিকে পাঠানো এক চিঠিতে সদস্য নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন। মেয়র শামিম আল রাজি জাতিসংঘের ৩৬ জন সদস্যের মধ্যে তিনিই প্রথম বাংলাদেশী।
মেয়র শামিম আল রাজি বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আমত্মর্জাতিক সংস্থার আমন্ত্রণে আমি এ পর্যমত্ম প্রায় ৩০টি দেশ সফর করে সেখানকার স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি। এবার জাতিসংঘ আমাকে একটি গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য করায় আমি গর্বিত হয়েছি। এটা শুধু আমার অর্জন নয়, এটা দেশের জন্যও গৌরবের বিষয়।