কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন হাসপাতালে

0
211
Print Friendly, PDF & Email

বাংলাদেশের  চলচ্চিত্র জগতে মুকুটহীন নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। গত সোমবার তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে তার কন্যা জিনাত গণমাধ্যমকে বলেন, রবিবার থেকে বাবার শরীরের অবস্থা ভালো না। পরে আমি তাকে কলাবাগানে আমার বাসায় নিয়ে আসি। এরপর বিভিন্ন টেস্টের পর জানা যায় তার গল ব্লাডারে পাথর রয়েছে। বাবা মুখ দিয়ে কিছুই খেতে পারছেন না। তাই আপাতত স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে।

ডা. সারোয়ারের তত্ত্বাবধানে হাসপাতালের ১১ তলার একটি  কেবিনে আনোয়ার হোসেনের চিকিৎসা চলছে।

ষাটের দশকে আনোয়ার হোসেনের এদেশের চলচ্চিত্রে আগমন ঘটে। ঐতিহাসিক চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলার নাম ভূমিকায় অভিনয় করে তিনি দর্শক হৃদয় জয় করে বাংলার মুকুটহীন নবাব খ্যাতি অর্জন করেন।

তার অসুস্থাতর সংবাদে বাংলাদেশের সাংস্কৃতির অঙ্গনে গভীর উদ্বেগ-উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। তার সহকর্মী, সহশিল্পী, ভক্ত অনুরাগীরা হাসপাতালে যোগাযোগ করে তার স্বাস্থের খোঁজ খবর নিচ্ছেন।

আনোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন