সংসদ বসছে ১২ সেপ্টেম্বর

0
135
Print Friendly, PDF & Email

নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের কঠোর আন্দোলনের
হুমকির মধ্যেই আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চৌধুরী ওইদিন বিকাল ৫টায় সংসদের অধিবেশন ডেকেছেন।
দীর্ঘ অনুপস্থিতির পর প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা গত অষ্টাদশ অধিবেশনে সংসদে যোগ দেয়। ওই অধিবেশন শেষ হয় গত ১৬ জুলাই। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পররর্তী অধিবেশন বসার বিধান রয়েছে।
বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এই হিসাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হবে। আর মেয়াদ শেষের আগের ৩ মাসের মধ্যে দশম সংসদ নির্বাচন হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিরোধী দল আসন্ন অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিল পাসের দাবি জানিয়েছে। দাবি আদায়ে কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছে তারা।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ জুন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে জানান, নবম জাতীয় সংসদের শেষ কার্যদিবস হবে আগামী ২৫ অক্টোবর।
চলতি নবম জাতীয় সংসদের ১৮টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৯৪টি। এর মধ্যে বিরোধী দল ৭৫ কার্যদিবস উপস্থিত ছিল।

শেয়ার করুন