৮ জেলায় জনসভা করবেন খালেদা

0
170
Print Friendly, PDF & Email

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত সংগঠিত করতে আগামী এক মাসে রাজধানী ঢাকাসহ আট জেলায় জনসভা করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত থেকে সরকার ‘এক চুলও’ নড়বে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার পরদিন বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হলো। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, আগের রাতে ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি চূড়ান্ত করেছেন তারা।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রথম জনসভা হবে ৭ সেপ্টেম্বর নরসিংদীতে। এরপর ১৫ সেপ্টেম্বর রাজশাহীতে, ১৬ সেপ্টেম্বর রংপুরে, ২২ সেপ্টেম্বর খুলনায়, ২৮ সেপ্টেম্বর বরিশালে ৫ অক্টোবর সিলেটে জনসভা করবে বিএনপি, যার প্রতিটিতেই খালেদা জিয়া বক্তব্য দেবেন।

কোরবানির ঈদের পরে ঢাকা ও চট্টগ্রামে জনসভাও করবেন খালেদা। ওই জনসভার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানান ফখরুল।

শেয়ার করুন