রবিবার সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমানত্মে পতাকা বৈঠকে বাংলাদেশী যুবককে আটক করার কথা স্বীকার করেছে বিএসএফ৷ সীমানত্মের ২৩০/১০ এস পিলারের পাশে সকাল ১০টা থেকে ১১টা একঘন্টা ব্যাপী বিজিবি-বিএসএফ এর মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়৷ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার আব্দুল গনি জানান, বৈঠকে বাংলাদেশের পৰে তিনি নিজে এবং ভারতের পক্ষে বিএসএফ কেদারীপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার এস,আই বিজয় তুর্বান্নভ নেতৃত্ব দেন৷ পতাকা বৈঠকের পর গনি আরও জানান, বিএসএফ তাকে ভারতের অভ্যনত্মরে আটকের পর মালদা জেলার হরিপুর থানায় হসত্মানত্মর করেছে৷ বর্তমানে মালদা কারাগারে আছে৷ ভারতের আইনে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি৷
গত বৃহস্পতিবার ভোরে ভারতের একটি হাট থেকে গরম্ন কিনে নিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ ভারতীয় সীমানত্মের অভ্যনত্মরে ২২৮/২২৯ পিলারের ভারতের সীমানার অভ্যনত্মরে পোরশা উপজেলা খোর্দগানইর গ্রামের নাজমুল হোসেন নামে এক বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে যায়৷#
মোফাজ্জল হোসেন,
নওগাঁ প্রতিনিধি: