নাটোরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

0
143
Print Friendly, PDF & Email

নাটোরের সিংড়া উপজেলায় সোমবার সকালে আবদুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নাটোরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
 
সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বিলদহ-নাজিরপুর সড়কের ছোট কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত আবদুর রহমান উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের প্রয়াত আবদুল মোল্লার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিংড়া উপজেলার নাজিরপুর হাট থেকে সার কিনে ভ্যানে করে নাসিয়ারকান্দি গ্রামের বাড়িতে ফিরছিলেন মোহাম্মদ।
 
তারা জানান, সকাল সোয়া ৮টার দিকে ভ্যানটি বিলদহ-নাজিরপুর সড়কের কালিকাপুর এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ভ্যান থেকে টেনে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
নাটোরের পুলিশ সুপার (এসপি) নাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি উল্লেখ করে তিনি জানান, ঘাতকদের ধরতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

শেয়ার করুন