প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট পালন করা দুঃখজনক। বৃহস্পতিবার সকাল ৮টায় জয় তার ফেসবুক পাতায় দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ তার ফেসবুক পাতায় ইংরেজি ও বাংলা ভাষায় পোস্টে উল্লেখ করেন, ‘এটি সত্যিই দুঃখজনক যে, খালেদা জিয়া প্রতি বছর এই দিনে তার জন্মদিন পালন করতে পছন্দ করেন। বিভিন্ন দাপ্তরিক নথিতে তার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন জন্মদিন আছে, যার কোনোটি ১৫ আগস্ট নয়। কী ধরনের ব্যক্তি এটি করতে পারেন?’
জয় বলেন, ‘আজ আমি স্মরণ করি, আমার পরিবারের সদস্য যাদের হত্যা করা হয়েছে; আমার নানা, নানি, মামারা এবং তাদের স্ত্রীদের। সবচেয়ে পুরোনো স্মৃতি হলো আমার রাসেল মামাকে জ্বালানোর স্মৃতিটি। তিনি আমার চেয়ে অল্প কয়েক বছরের বড় ছিলেন। আমি তার খেলনা চুরি করে নিতাম এবং দৌড়ে নানির আড়ালে লুকাতাম। তিনি আমার পিছু তাড়া করতেন এবং আমার নানি তাকে ধাতান দিতেন, যা তাকে কাঁদাতো। আমি ছিলাম ৪ বছর বয়সী আর তিনি ছিলেন ১০ বছরের।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আজ (গতকাল) বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।