নিজের ঘরে পিস্তলের গুলিতে স্কুলছাত্রের মৃত্যু

0
39
Print Friendly, PDF & Email

বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারির র্যর‌্যাকিন স্ট্রিটের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সিয়াম (১৫) স্থানীয় মিতালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো বলে জানিয়েছে পুলিশ।

ওয়ারি থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিয়াম নিজের ঘরে পিস্তলের গুলিতে আহত হয়। রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

“তার ঘর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে। সিয়ামের বাবা খান মাহবুব আলমের একটি লাইসেন্স করা পিস্তল থাকলেও এই অস্ত্রটি সেটি নয়।”

ওসির ধারণা, সিয়াম পিস্তলটি অবৈধ উপায়ে সংগ্রহ করে অাত্মহত্যা করেছে।

তবে এর কারণ কি, সে বিষয়ে পরিবারের সদস্যরা পুলিশকে কিছু জানাতে পারেনি।

খান মাহবুব আলমের দুই ছেলের মধ্যে সিয়াম বড় ছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন