প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
বুধবার সকালে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর রশিদ আগামী ১৭ সেপ্টেম্বর এ দিন পুননির্ধারণ করেন।
মামলার অন্যতম আসামি বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ ১০ আসামি এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২৯ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।