সাংগঠনিক শক্তি বাড়াতে জেলা সফরে যাচ্ছে বিএনপির ৩০ টিম

0
177
Print Friendly, PDF & Email

আন্দোলন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে চলতি মাসেই গণসংযোগে বের হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ লক্ষ্যে ইতোমধ্যে ৩০টিম গঠন করা হয়েছে। ১৯ আগস্ট টিম প্রধানদের দিকনির্দেশনা দিতে ঢাকায় বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে গণসংযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন সিনিয়র নেতারা। এরপর দায়িত্বপ্রাপ্ত নেতাদের সার্বিক দিকনির্দেশনা দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের জেলা সফর শেষে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশ থেকে নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় টানা আন্দোলনের কর্মসূচি দেয়া হতে পারে।

শেয়ার করুন