আফগান পার্লামেন্টের নারী সদস্য ফারিবা আহমাদি কাকার রাজধানী কাবুলের দক্ষিণে গ্রামাঞ্চলে বেড়াতে গিয়ে নিজের তিন মেয়েসহ অপহৃত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মেয়েদের নিয়ে তিনি আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে বেড়াতে গিয়েছিলেন, সেখানে সশস্ত্র ব্যক্তিরা তিন মেয়েসহ তাকে অপহরণ করে।
পরে এক অভিযানে তার মেয়েদের উদ্ধার করা গেলেও কাকারকে উদ্ধার করা যায়নি।
আফগান কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আজ বিবিসি জানিয়েছে, তালেবান জঙ্গিরা কাকারকে অপহরণ করেছে।
পুলিশ জানিয়েছে, কাকারের মুক্তির বিনিময়ে চার তালেবান বন্দির মুক্তি দাবি করেছে অপহরণকারীরা।
উল্লেখ্য, তালেবান কর্তৃক কোনো নারী এমপিকে অপহরণের এটিই প্রথম ঘটনা।