বাংলাদেশি বিজ্ঞানীর কৃষি উদ্ভাবনী যন্ত্র দেখে মুগ্ধ ওবামা

0
215
Print Friendly, PDF & Email

বাংলাদেশি কৃষি প্রকৌশলী ড. আবদুল ওহাবের উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ কৃষকের জন্য সহজে বহনযোগ্য ও স্বল্পমূল্যের গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র বা ‘অ্যাপ্লিকেটর’ উদ্ভাবন করেছেন তিনি। ‘ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার’ বা আইএফডিসি’র বাংলাদেশ কার্যালয়ে কর্মরত ড. ওহাব প্রায় বছর দেড়েক আগে যন্ত্রটি উদ্ভাবন করেন।

গত জুন মাসে সেনেগালে একটি কৃষি প্রযুক্তি মেলায় ওবামা অ্যাপ্লিকেটরটি দেখেন। সেখানে উপস্থিত আইএফডিসির একজন প্রতিনিধি ওবামাকে জানান যে, যন্ত্রটির উদ্ভাবক একজন বাংলাদেশি। বারাক ওবামা বাংলাদেশি এই বিজ্ঞানীর উদ্ভাবনী দেখে ভীষণ খুশি হন।

বিজ্ঞানী ড. আব্দুল ওহাব তার এই কৃষি যন্ত্রটি নিয়ে বলেন,অ্যাপ্লিকেটরটি দিয়ে আপাতত এক ঘণ্টায় ৮ থেকে ১০ শতাংশ জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করা যায়৷ সে হিসেবে এক বিঘা বা ৩৩ শতাংশ জমিতে সার প্রয়োগ করতে প্রায় তিন ঘণ্টা লাগবে।

শেয়ার করুন