স্যামসাংয়ের বিরুদ্ধে আবারও মামলা জিতল অ্যাপল

0
232
Print Friendly, PDF & Email

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন বা আইটিসি আদালতের একটি মামলার স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের মামলায় জয় পেয়েছে অ্যাপল। ৯ আগস্ট আদালত এ রায় দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০১১ সাল থেকে অ্যাপলের করা মামলাটি আইটিসি আদালতে ঝুলে ছিল। আদালতের রায়ে বলা হয়েছে, মোবাইল ডিভাইসে অ্যাপলের দুটি পেটেন্ট লঙ্ঘন করেছে স্যামসাং। এর একটি হচ্ছে অডিও জ্যাক শনাক্তকরণ আর অপরটি টাচস্ক্রিন সংক্রান্ত।

এই রায়ের ফলে যেসব পণ্যে পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৬০ দিনের মধ্যেই এ রায়ের রিভিউ করবেন।

আদালতের এ রায়ের ফলে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার পেটেন্ট যুদ্ধ আবারও শুরু হয়েছে বলেই মার্কিন বিশ্লেষকেরা ধারণা করছেন। এর আগে ২০১২ সালে অপর একটি মামলায় অ্যাপলকে জয়ী ঘোষণা করে স্যামসাংকে জরিমানা করেছিলেন আদালত।

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান দুটি ১০টিরও বেশি দেশে পরস্পরের বিরুদ্ধে পেটেন্ট সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েছে। এসব মামলার বেশ কয়েকটি রায় অবশ্য স্যামসাংয়ের পক্ষে গেছে।

শেয়ার করুন