মানুষ যেমন একজন আরেকজনকে নাম ধরে ডাকে ডলফিনও তেমনটি করে৷ সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য জানিয়েছেন স্কটল্যান্ডের গবেষকরা।
স্কটল্যান্ডের সেন্ট এন্ড্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষকদল গবেষণা করে দেখেছেন, ডলফিনরা একে অপরের নামের ডাক শুনে তার উত্তর দেয়।
মানুষ যেমন একটি নির্দিষ্ট নাম ধরে অন্যকে ডাকে তেমনি ডলফিনও একটি বিশেষ ডাক বা শব্দ ব্যবহার করে অন্যকে ডাকে- গবেষকরা এমন ধারণা করে আসছিলেন অনেক আগে থেকেই।
পূর্ববর্তী গবেষণাগুলোতে এও দেখা গিয়েছিল যে, ডলফিনরা এ ধরনের বিশেষ ডাক প্রায়ই ডাকে।আর অন্য ডলফিনরাও সে ডাক অনুকরণ করতে পারে।
কিন্তু নতুন গবেষণায় ডলফিনদেরকে মানুষের মতো ‘নাম’ ধরে ডাকার বিষয়টি গবেষকরা প্রমাণ করতে পেরেছেন।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ এ।গবেষকরা বলছেন, ‘বটলনোজ’ ডলফিনরা একে অপরকে নাম ধরে ডাকে৷
যেমন: মা ডলফিন তার সন্তানকে বা এক বন্ধু তার আরেক বন্ধু ডলফিনকে নাম ধরে ডাকে৷
বিবিসি জানায়, গবেষকরা একদল বটলনোজ ডলফিনের ভয়েস রেকর্ড করে পরবর্তীতে সেগুলো ‘প্লে’ করেন৷
তখন তাঁরা দেখতে পান, ডলফিনরা যখনই নিজের নাম শুনছে, তখনই উত্তর দিচ্ছে৷ এমনকি তারা এক্ষেত্রে একাধিকবার প্রতিক্রিয়া জানিয়ে বুঝিয়ে দেয় যে তারা এই শব্দের সঙ্গে পরিচিত৷