নন্দিত নির্মাতা হানিফ সংকেতের পরিচালনায় এবারই প্রথম কাজ করলেন টিভি অভিনেত্রী জেনি। আসছে ঈদে এটিএন বাংলায় প্রচারিতব্য নাম চূড়ান্ত না হওয়া এই নাটকে জেনি অভিনয় করেছেন অভিনেতা অপূর্বর স্ত্রী চরিত্রে। গত ২৯ জুলাই নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন জেনি। নাটকে জেনির নাম রুনা। এতে নিজের চরিত্র নিয়ে জেনি বলেন, ‘নাটকটিতে আমি কিছুটা নেগেটিভ চরিত্রে অভিনয় করি। এবারই প্রথম আমি সংকেতদা’র নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে কাজটি করতে। সেই ছোট্টবেলা থেকে আমি তার একজন ভক্ত। এই বয়সে এসেও আমি নিয়মিত ইত্যাদি দেখি। সংকেতদা বাংলাদেশের এমন একজন মানুষ যিনি আন্তর্জাতিকভাবেও সমাদৃত একজন উপস্থাপক। তিনি অত্যন্ত অমায়িক ও বিনয়ী একজন মানুষ। বয়সে আমি অনেক ছোট হলেও একজন শিল্পী হিসেবে আমাকে যথেষ্ট সম্মান দিয়েই তার নাটকে কাজ করিয়েছেন।’









