বিদায় মাহে রমজান

0
263
Print Friendly, PDF & Email

মহানবী হযরত মোহাম্মাদ (সা.) বলেছেন, রমজানের মধ্যভাগে মাগফিরাতের সময় শুরু হয়। কারণ রোজার একাংশ অতিবাহিত হওয়ার দরুন এর প্রতিদান ক্ষমার দ্বারা শুরু হয় এবং শেষাংশে দোজখ থেকে মুক্তিলাভ হয়। কাজেই রোজা কেবল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা নয়, বরং এ রোজা আমাদের হাতের রোজা, আমাদের পায়ের রোজা, চোখের রোজা, রক্তের রোজা, জিহবার রোজা-এ রোজা আমাদের কান ও অন্তরের রোজা। এককথায় এ রোজা আমাদের গোটা সত্তারই। এভাবে এক মাসের সিয়াম সাধনার অগ্নিপরীক্ষার ভেতর দিয়ে অস্তিত্বকে বাস্তব ও সত্য করে তুলে মানুষের জীবনকে পবিত্র করে মাহে রমজান। রহমতের মাস রমজান। তাই রমজান মাস আগমনের সঙ্গে সঙ্গে বেহেশতকে সুসজ্জিত করা হয়। কোনো কোনো বর্ণনায় আছে-রমজানের জন্য বছরের প্রথম থেকে জান্নাতকে সুন্দরভাবে সাজানো হয়। প্রথা আছে, যার আগমনের যত বেশি গুরুত্ব তত বেশি গুরুত্বসহকারে অনেক আগে থেকে তার সংবর্ধনার আয়োজন করা হয়।
আল্লাহপাক পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, এটি (আল কোরান) জীবনযাপনের ব্যবস্থা, সেই মুত্তাকিদের জন্য যারা গায়েব (অদৃশ্য), আল্লাহর সত্তা ও গুণাবলি, ফেরেশতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, যে কিতাব তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাত্ আল কোরান এবং তোমাদের আগে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, সে সবই বিশ্বাস করে এবং পরকালের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে (সূরা বাকারা)।
তোমরা পূর্ব কি পশ্চিম দিকে মুখ করলে তা কোনো প্রকৃত পুণ্যের ব্যাপার নয়। বরং প্রকৃত পুণ্যের কাজ এই যে, মানুষ আল্লাহকে পরকাল, ফেরেশতা এবং আল্লাহ প্রদত্ত অবতীর্ণ কিতাব এবং তার নবীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মান্য করবে। আর আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রিয় ধনসম্পদকে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, পথিক, সাহায্যপ্রার্থী ও কৃতদাসদের মুক্তির জন্য ব্যয় করবে এবং জাকাত দেবে। প্রকৃত পুণ্যবান তারাই, যারা প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে। দারিদ্র্য, সঙ্কীর্ণতা ও বিপদের সময় এবং হক ও বাতিলের সংগ্রামে পরম ধৈর্যধারণ করে। বস্তুত তারাই হকপন্থী, তারাই মুত্তাকি (সূরা বাকারা)। আল্লাহপাক আরও ঘোষণা করেন, পরহেজগাররা ধৈর্যশীল, সত্যবাদী, হকপন্থী, বিনীত, অনুগত, দাতা এবং তারা রাতের শেষভাগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করে (সূরা আলে ইমরান)।
সিয়াম সাধনার জন্য প্রথম প্রয়োজন ইমানি চেতনা। ইমানের সত্তরটি শাখা-প্রশাখা আছে, আর প্রধান শাখা হল আল্লাহর একক গুণাবলির প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস ও রিসালাতের প্রতি বিশ্বাস। বাকি হল শাখা-প্রশাখা। ইমানকে একটি সুস্বাদু ফলবান গাছের সঙ্গে তুলনা করা হয়েছে; যা ১২ মাস ফল দান করে। রোজাদার মুসলমান ভাইবোনেরা, রোজাকে শুধু উপবাস ব্রত হিসেবে পালন না করে ইবাদতের সাধনা হিসেবে পালন করা কর্তব্য; যাতে তাকওয়ার গুণে ধন্য হয়ে আল্লাহর করুণায় সিক্ত হয়ে মাগফিরাত লাভ করা যায়। সদকা বা দান-খয়রাত পাপ মোচনের একটা উপায়। দান-খয়রাতের হাত বাড়িয়ে দিতে হবে, যাতে পাপ মোচন হয়। আল্লাহর খুশির জন্য যা দান করা হয়, তা খরচ হয় না, তা আল্লাহর কাছে জমা থাকে। তা বহুগুণ বৃদ্ধি হয়ে দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণের পথ সুগম করে দেয়।

শেয়ার করুন