হজের টিকিটের দাম কমানোর দাবি

0
142
Print Friendly, PDF & Email

হজের টিকিট কেনার ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে তিন টাকা করে কম রাখার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলো।হজের টিকিটের দাম কমানোর দাবি
কাবা শরীফের ফাইল ছবি।
 
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়েছে।
 
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের হজ মৌসুমে সরকার ঘোষিত হজ প্যাকেজে হজযাত্রীদের বিমানের টিকিটে মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
 
কিন্তু বর্তমানে বাংলাদেশি টাকার মূল্যমান বেড়ে যাওয়ায় প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ৭৮ টাকা ৫০ পয়সায় স্থিতিশীল রয়েছে।
 
চিঠিতে আরও বলা হয়, শিগগিরই ২০১৩ সালের হজ ফ্লাইট সিডিউল ঘোষণা করা হবে। হজ এজেন্টরা তাদের হজযাত্রীদের টিকিট কেনার পদক্ষেপ নেবেন। যেসব হজ এজেন্সি ২০১৩ হজ মৌসুমে মোয়াল্লেম ফি জমা দিয়েছে, তাদের হজ টিকিট কেনার সময় যেন টিকিটের দাম ৭৮ টাকা ৫০ পয়সা রাখা হয়।
 
অতিরিক্ত ধার্য করা তিন টাকা পরিশোধ করতে না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রী কে অনুরোধ জানানো হয় চিঠিতে।

শেয়ার করুন