স্থানীয় নির্বাচনে পরাজিত হলেও জাতীয় নির্বাচনে প্রতীক নৌকার শক্তিতে ভর করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে মনে করেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তরকে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে জয় বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক শক্তিশালী।
টেলিভিশনটির প্রধান নির্বাহী সামিয়া জামানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের যে মনোবল আছে, যে ফলোইং আছে, আওয়ামী লীগের নৌকার যে ব্র্যান্ড আছে, এটা নিয়ে যদি আমরা নামি, সেটার কিন্তু মারাত্মক প্রভাব।”
বৃহস্পতিবার রাত ৮টায় ‘একাত্তর সংযোগ’ এ ৪০ মিনিটের এই সাক্ষাৎকারটি প্রচার হবে।
অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় খালেদা জিয়াপুত্র তারেক রহমানের সঙ্গে তাকে তুলনা করার বিষয়েও কথা বলেন;কথা বলেন সরকার ও রাজনীতির নানা বিষয়, সক্রিয় রাজনীতিতে তার অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা নিয়েও।
ক্ষমতাসীন দলের যুব সংগঠনের এক ইফতার অনুষ্ঠানে জয়ের দেয়া একটি বক্তব্য ধরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ওঠে।
ওই অনুষ্ঠানে জয় বলেন, তার কাছে তথ্য আছে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
এই বক্তব্যের পর বিরোধী বিএনপির ব্যাপক সমালোচনার মুখে আওয়ামী লীগের পক্ষ থেকে এর আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়।
পরে তার মা স্বয়ং প্রধানমন্ত্রীও এ নিয়ে কথা বলেন। কথা বলেন দলের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও।
তারা বলেন, দলের করা কয়েকটি জরিপ থেকে তারা জেনেছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ আবার জয়লাভ করবে।
সাক্ষাৎকারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন বিষয়ে স্নাতকোত্তর করা জয় নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করে বলেন, নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে।