নির্বাচন কমিশনে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে রাজনৈতিক দলগুলো। আজ ছিল ২০১২ সালের হিসাব জমা দেয়ার শেষ দিন। এদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিও তাদের হিসাব জমা দিয়েছে। দুপুরে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তির নেতৃত্বে প্রতিনিধি দল গিয়ে তাদের হিসাব জমা দেন। এতে দেখানো হয়েছে দলটির বাৎসরিক আয় হচ্ছে ১০ কোটি টাকা এবং ব্যয় ৯ কোটি টাকা। তাদের আগে জমা দেয় বিএনপি। বিএনপির যগ্ম মহাসচিব রিজভী আহমেদ নেতৃত্ব দেন প্রতিনিধি দলের। তাদের হিসাব অনুযায়ী ২০১২ সালে দলটির আয় এক কোটি ৭৯ লাখ ১২ হাজার টাকা। ব্যয় দেখানো হয়েছে দুই কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকা। ঘাটতি ব্যয় ৪৭ লাখ ৮১ হাজার টাকা।